হাবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৪৬তম সভায় রিজেন্ট বোর্ডের তিনজন সদস্য নির্বাচিত ।
Posted: ১৮ ডিসেম্বর, ২০১৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ৪৬ তম সভা সোমবার ভি.আই.পি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৮ টি এজেন্ডা ছিল । যার মধ্যে উল্লেখযোগ্য এজেন্ডা ছিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্যে থেকে ৩ জন রিজেন্ট বোর্ড সদস্য নির্বাচন করা। এ বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক উক্ত ৩টি পদের প্রার্থী ছিলেন। ভোটে সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম ৪২ ভোট, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মো. মিজানুর রহমান ৩৯ ভোট ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ভোটে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. রুহুল আমিন ২২ ভোট, পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সাইফুর রহমান ১৭ ভোট এবং রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজিম উদ্দিন ১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। একাডেমিক কাউন্সিলে মোট ৫৮ জন সদস্য ভোট প্রয়োগ করেন তার মধ্যে একটি ভোট বাতিল হয়।

উল্লেখ্য একাডেমিক কাউন্সিলের সভা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় ভাইস-চ্যান্সেলর একাডেমিক কাউন্সিলের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে সব নির্বাচিতদের অভিনন্দন জানান।

News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET